ঘরোয়া উপায়ে চকলেট কোল্ড কফি বানানোর রেসিপি

আপনি যদি কোল্ড কফি বানাতে চান র কিভাবে কোল্ড কফি বানাতে হয় সেত না জানেন তাহলে আজকের পোস্ট টি আপনার জন।এই পোস্টের মাধ্যমে আপনাকে কোল্ড কফি বানানোর রেসিপি বিস্তারিত ভাবে জানানো হবে।রেসিপি টা জানতে পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।
                                                          
cold coffee

ভুমিকা

আমরা চেষ্টা করেছি যেন আপনারা এই পোস্টটা দেখে খুব সহজ এই বাড়িতে চকলেট কোল্ড কফি বানাতে পারেন।আসা করি এই পোস্টটা ফলো করলে আপনি সহজ এই কোল্ড কফি বানাতে পারবেন।

কোল্ড কফি হলো একটি ঠাণ্ডা পানীয় যা অধিকাংশই ঠাণ্ডা দুধ এবং বা দুধের সাথে মিশ্রিত কফি হিসেবে পান করে। এটি সাধারণভাবে ঠাণ্ডা অবস্তায় পরিবেশন করা হয় এবং গরমের সময় শরবতের মতো পরিবেশন করা হয়। কোল্ড কফি হিসেবে পরিচিত হওয়া একটি উপাদান হলো "আইসড কফি"।

কোল্ড কফির উপকারিতা

কোল্ড কফি দুই ধরনের হয়ে থাকে একটি হলো হট কফি সাধারণ যেই নরমাল কফিটা হয় সেটা। আরেকটা হল কোল্ড কফি। এই দুইটি কফির মধ্যে থেকে উপকারী হল কোল্ড কফিটি। নিচে এই কফির উপকারিতা গুলো তুলে ধরা হলোঃ
  1. কফিতে রয়েছে বায়ো অ্যাক্টিভ উপাদান
  2. কফি হজমের পরিমাণ বাড়ায়।
  3. কফি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে
  4. টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায়
  5. হতাশা কমাতেও সাহায্য করে
  6. যাদের গ্যাসট্রিকের সমস্যা আছে তাদের জন্য ঠাণ্ডা কফি বেশি উপকারী

কোল্ড কফি তৈরির উপকরণ

  1. লিকুইড কফি
  2. পাউডার,
  3. চিনি, বরফের টুকরো
  4. চকলেট
  5. দুধ
  6. বিটার মেশিন

চকলেট কোল্ড কফি রেসিপি

আমরা চেষ্টা করেছি খুব সহজে এবং অল্প সময়ে যাতে আপনি চকলেট গোল্ড কফির তৈরি করতে পারেন। নিচে কোল্ড কফি রেসিপি দেওয়া হলোঃ
  1. একটা কাপে লিকুইড চকলেট দিতে দিতে হবে,, (শুধু কাপের চারপাশে)
  2. তারপর ঐ কাপ টা ফ্রিজে রাখতে হবে. (ঠান্ডা হওয়ার জন্য)
  3. এরপর অন্য আর একটা পাত্রে 3 টেবিল চামচ চিনি,, 2 টেবিল চামচ কফি পাউডার,, 2 টেবিল চামচ পানি দিয়ে উপকরণ গুলো ভালভাবে বিট করতে হবে,,
  4. বিট করার পরে এক সময় উপকরণ গুলো ভালোমতো ফোম হয়ে যাবে,,
  5. তখন ফ্রিজ এ রাখা সেই গ্লাসটা তে কছু বরফ এর টুকরো দিতে হবে,, (পরিমান মতো)
  6. বিট করা ফম আর আগে থেকে জ্বাল করে রাখা ঠান্ডা দুধ দিতে হবে,,
  7. কেউ চকলেট বেশি পছন্দ করলে সাথে একটু চকলেট অ্যাড করতে পারে।
  8. এরপর উপর থেকে সামান্য কফি ছিটিয়ে পরিবেশন করুন
  9. আপনার কোল্ড কফি

লেখকের শেষ কথা

আশা করি আমাদের এই পোস্টের মাধ্যমে আপনি বুঝতে জানতে পেরেছেন যে কিভাবে বাড়িতেই চকলেট কোল্ড কফি বানাতে হয়। যদি এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পোস্টটি আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। যাতে তারাও এই রেসিপিটি সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।

আরো পড়ুনঃ মুচমুচে জিলাপি রেসিপি

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url